আলী আশরাফ আখন্দ, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ৯ বছর পর ভারত থেকে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। রবিবার (১১ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ) দুইটার দিকে তাকে বহন করা বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী সালাহউদ্দিন আহমেদ স্বাগত জানান। এর আগে ২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাহউদ্দিন নিখোঁজ হন তিনি। ২০১৫ সালের ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে ঘোরাঘুরি করার সময় লোকজনের ফোন পেয়ে তাঁকে আটক স্থানীয় পুলিশ। দেশটির ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী তার নামে মামলা করে মেঘালয় পুলিশ।
মামলায় নিম্ন আদালতের রায়ে ২০১৮ সালে খালাস পান সালাহউদ্দিন। সর্বশেষ ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি আপিলেও খালাস পান তিনি।
www.bnc24.com
©2013-2024 Copyright Broadcasting News Corporation All Rights reserved.