আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র নিরাপত্তায় চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট থানার কার্যক্রম চালু হয়েছে। শনিবার (১০ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ) সকালে বিজিবি অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া উপস্থিত হয়ে থানার কার্যক্রম চালু করেন। ভোলাহাট থানা সীমান্ত থেকে মাত্র ১৫০ গজ দূরে হওয়া বিজিবি তত্ত্বাবধানেই পরিচালিত হবে। এদিকে সীমান্ত এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে স্থানীয়দের নিয়ে সচেতনতামূলক সভা করেছে বিজিবি। ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জানান, চলমান পরিস্থিতিতে নিরাপত্তা-হীনতার কারণে ভোলাহাট থানার কার্যক্রম বন্ধ হয়ে যায়। কিন্তু সীমান্তের খুব কাছে হওয়ায় এ থানায় নিরাপত্তা দিতে আসতে পারছে না সেনাবাহিনী। তাই বিজিবির নিরাপত্তাতেই ভোলাহাট থানার কার্যক্রম চলবে। এদিকে এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষায় স্থানীয়দের নিয়ে সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। দুপুরে ভোলাহাট উপজেলার তেলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়। এতে বিজিবি অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, স্থানীয় ইউপি চেয়ারম্যান পিয়ার জাহানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সভায় হিন্দু, মুসলিমসহ বিভিন্ন ধর্মের মানুষ অংশ নেন। সভায় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়। সভায় হিন্দু নারীরা জানান, সরকার পরিবর্তনের পর এলাকায় উত্তেজনা বিরাজ করলেও হামলা বা সংঘর্ষের মতো কোন ঘটনা ঘটেনি।
www.bnc24.com
©2013-2024 Copyright Broadcasting News Corporation All Rights reserved.