আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস ১৩ উপদেষ্টাদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন। শুক্রবার (৯ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ) সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা। সকাল ১০টায় প্রধান উপদেষ্টা ড. ইউনূস পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধার জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এসময় তিন বাহিনীর একটি চৌকস দল অনুষ্ঠানে অভিবাদন জানায়। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণ, তিন বাহিনীর প্রধানগণ এবং ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। পরে অন্যান্য উপদেষ্টাদের সাথে নিয়ে প্রধান উপদেষ্টা আরও একটি পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদনের পর প্রধান উপদেষ্টা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।
www.bnc24.com
©2013-2024 Copyright Broadcasting News Corporation All Rights reserved.