আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বৃহস্পতিবার (৮ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ) সন্ধ্যার মধ্যে সকল পুলিশ সদস্যকে কর্মস্থলে ফেরার নির্দেশ দিয়েছেন।
বুধবার (৭ আগস্ট) বিকালে পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ নির্দেশ দেন। এসময় তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্রদের যৌক্তিক আন্দোলনে দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারিনি, এ কারণে অনেকে ক্ষুব্ধ হয়েছেন। জনগণের জানমালের নিরাপত্তায় আমরা নতুন করে শুরু করতে চাই। এসময় তিনি ছাত্র আন্দোলন দমনে অপারেশনাল ভুলত্রুটি থাকার কথা স্বীকার করে সবকিছুর জন্য দুঃখ প্রকাশ করেন।
www.bnc24.com
©2013-2024 Copyright Broadcasting News Corporation All Rights reserved.