ইসলামাবাদ, পাকিস্তান, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাই-কমিশনে শুক্রবার (০৭ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) যথাযথ ভাবগাম্ভীর্য ও গুরুত্বের সাথে ঐতিহাসিক ৬-দফা দিবস পালন করা হয়েছে। হাইকমিশনার বঙ্গবন্ধু কর্নারে সকল কর্মকর্তা ও কর্মচারীর উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিবসটির আলোচনা পর্ব শুরু করা হয়। আলোচনা সভায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এসময় বক্তাগণ ঐতিহাসিক ৬-দফার আন্দোলনের পটভূমি ও গুরুত্ব তুলে ধরেন। হাইকমিশনার মোঃ রুহুল আলম সিদ্দিকী তাঁর বক্তব্যের শুরুতেই স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ঐতিহাসিক ৬-দফা আন্দোলনের শহিদদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, বঙ্গবন্ধু ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে সর্বদলীয় সম্মেলনে ঐতিহাসিক ৬-দফা প্রস্তাব পেশ করেন। আলোচনা সভা শেষে জাতির পিতা ও ঐতিহাসিক ৬-দফার আন্দোলনের শহিদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এছাড়া, দেশ ও জাতির সমৃদ্ধি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
www.bnc24.com
©2013-2024 Copyright Broadcasting News Corporation All Rights reserved.