কুষ্টিয়া, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, হরতাল অবরোধ করে নির্বাচন প্রতিহত করা যাবে না। জনগন থেকে বিএনপি আরো দুরে ছিটকে যা বে। বিএনপি হরতাল অবরোধের নামে পেট্রোল দিয়ে বাসে ও ট্রেনে আগুন দিয়ে সন্ত্রাসী কর্মকান্ডের মধ্যে চলে গেছে। তারা এখন ভ্রান্ত রাজনীতির মধ্যে ঘুরপাক খাচ্ছে। এই ভ্রান্ত রাজনীতি এটা তাদের জন্য খুব একটা সুফল বয়ে আনবে না বরং আস্তে আস্তে তারা জনগনের কাছে আরো ধিক্কৃত হয়ে যাবে।
শুক্রবার (১ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) সকালে কুষ্টিয়ার নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, কোন রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহন করলো সেটা বড় কথা নয়, নির্বাচনে সাধারন জনগনের অংশ গ্রহণটাই হচ্ছে মূখ্য। এবারের নির্বাচনে সাধারন মানুষের মধ্যে ব্যাপক স্বতঃস্ফুর্ততা আছে। আমরা আশা করি আগামী ৭ জানুয়ারীর নির্বাচনে বিপুল সংখ্যাক ভোটার স্বতঃস্ফুর্ত ভোট প্রদান করবেন।
www.bnc24.com
©2013-2024 Copyright Broadcasting News Corporation All Rights reserved.