ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: উদ্বোধন হওয়া ২০০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ বছর অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুলফিতরের নামাজ। প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে সারাদেশে নির্মাণাধীন ৫৬৪টি মডেল মসজিদের মধ্যে ইতোমধ্যে প্রধানমন্ত্রী ৪ দফায় ২০০টি মডেল মসজিদ উদ্বোধন করেছেন। নতুন এই মডেল মসজিদগুলোতে পবিত্র ঈদুলফিতরের নামাজের জামাত আয়োজন করা হচ্ছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী ২০১৪ সালের নির্বাচনী ইশতেহারে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রতিশ্রুতি অনুযায়ী ৯ হাজার ৪৩৫ কোটি টাকা ব্যয়ে ৫৬৪টি মসজিদ নির্মাণের কর্মসূচি হাতে নিয়েছে সরকার। অবশিষ্ট মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে।
www.bnc24.com
©2013-2024 Copyright Broadcasting News Corporation All Rights reserved.