ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) বিজনেস ক্লাবের উদ্যোগে প্রথম বারের মতো আয়োজন করা হয়েছে ‘ক্যারিয়ার ফেস্টিভ্যাল ২০২৩’। বুধবার বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ ইদ্রিস অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মোঃ দিদার-উল-আলম। বিশেষ অতিথি হিসেবে, উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল বাকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও নোবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. এস. এম. মাহবুবুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোঃ দিদার-উল-আলম উপস্থিত শিক্ষার্থীদের যুগের সাথে তাল মিলিয়ে কর্পোরেট জগতের জন্য নিজেদের প্রস্তুত করার আহবান জানান। বক্তব্যে উপাচার্য এ ধরণের একটি আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং চাকুরি প্রত্যাশী ও চাকুরি প্রদানকারী প্রতিষ্ঠানসহ সবার প্রতি শুভকামনা জানান।
উল্লেখ্য, নোবিপ্রবিতে প্রথমবারের মতো আয়োজিত এ ক্যারিয়ার ফেস্টিভ্যালে অংশ নিচ্ছে ৩টি কর্পোরেট প্রতিষ্ঠান। এগুলো হলো প্রাণ আরএফএল গ্রুপ, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও আবুল খায়ের গ্রুপ। পরে উপাচার্য ফেস্টিভ্যালে আগত অন্যান্য অতিথিবৃন্দদের নিয়ে স্টলসমূহ পরিদর্শন করেন।
www.bnc24.com
©2013-2024 Copyright Broadcasting News Corporation All Rights reserved.