ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীর কবুতর মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার ভোর রাতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, ভোর রাতে মার্কেটের একটি দোকানে আগুন জ্বলতে দেখে নৈশ প্রহরীদের চিৎকারে স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চৌমুহনীসহ পার্শ্ববর্তী মা্উইজর ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এর আগেই কালাম এন্ড সন্সসহ অন্তত ৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কালাম এন্ড সন্স এর মালিক জহিরুল ইসলাম সোহেল জানান, বারবার এই বাজারে আগুন লাগছে,কিন্তু কোথায় থেকে কিভাবে এই আগুন লাগছে, এর রহস্য কি তা আমরা জানতে পারিনা। আগুনে পুড়ে যাওয়া দোকানের ব্যবসায়ীরা পথে বসা ছাড়া উপায় নাই। তারা নি:স্ব হয়ে গেছে। এদিকে খবর পেয়ে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইয়াসির আরাফাতসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চৌমুহনী ফায়ার সার্ভিস অফিসের ইনচার্জ জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত-পূর্বক পরবর্তীতে বিস্তারিত বলা যাবে।
www.bnc24.com
©2013-2024 Copyright Broadcasting News Corporation All Rights reserved.