All Menu

বিএনপি প্রতিনিধি দলের সাথে সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনারের বৈঠক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিনিধি দলের সাথে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক ল এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ) সকাল সাড়ে ৯টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দলের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এছাড়া উপস্থিত ছিলেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ড. এনামুল হক চৌধুরী। এছাড়া ঢাকাস্থ সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য এফেয়ার্স, মিচেল লো, রাহুল আব্রাহামস উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিশয় নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। বিনিয়োগ এবং উন্নয়ন এর ক্ষেত্রে নির্বাচিত সরকার থাকলে সুবিধা হয় বলে সিঙ্গাপুর মনে করে বলে তিনি জানান। আরও বেশী প্রশিক্ষিত জনশক্তি কীভাবে সিঙ্গাপুরে পাঠানো যায় সে বিশয় নিয়ে আলোচনা হয়েছে। সিঙ্গাপুরে প্রচুর নার্স এর চাহিদা রয়েছে এছাড়া অন্যান্য ক্ষেত্রে প্রশিক্ষিত লোক নেয়ার ব্যাপারে তাদের উৎসাহ রয়েছে।

বাংলাদেশের শ্রমিকদের আরও বেশী প্রশিক্ষিত করার জন্য তারা বাংলাদেশে বিনিয়োগ করতে চায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top