বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, এডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আপনাদের (আওয়ামী লীগ) ১৬ বছরের পাপ ১৬ বছরের রক্তপিপাসু আচরণ, এই আচরণের জন্য আপনাদের বিচার হবে জনগণের আদালতে।
ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার (০৯নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ) ঢাকার নয়াপল্টনে জাসাস ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, শেখ হাসিনা অনেক কথা ভাইরাল করে জনগণের মধ্যে ভীতি তৈরি করা চেষ্টা করে। এদেশের মানুষ ভয় পায় না।
পার্শ্ববর্তী দেশ থেকে বাংলাদেশের বিরুদ্ধে ভয়ংকর অপপ্রচার করা হচ্ছে। কারণ তাদের প্রতিনিধি শেখ হাসিনা ক্ষমতায় নেই। অপপ্রচার করে বাংলাদেশকে নতজানু করে রাখা যাবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।