All Menu

নির্বাচিত পার্লামেন্ট ছাড়া সংবিধানের কোন কিছু পরিবর্তন করা যায় না:বাবু গয়েশ্বর চন্দ্র রায়

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নির্বাচিত পার্লামেন্ট ছাড়া সংবিধানের কোন কিছু পরিবর্তন করা যায় না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে চাই। একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে। এই সরকার ব্যর্থ হলে সবই ব্যর্থ।

আমরা সরকারকে সহযোগিতা করছি এবং করবো কিন্তু একটি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের বাইরে আমাদের কোন কথা নেই।

৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার (০৮নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ) খুলনা জেলা ও মহানগর বিএনপির বর্ণাঢ্য র‍্যালীতে প্রদান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, পরিবর্তন আছে সংস্কার আছে সবকিছুর সাথে একমত কিন্তু একটি নির্বাচিত পার্লামেন্ট ছাড়া সংবিধানের কোন কিছু পরিবর্তন করা যায় না। এটাই বাস্তবতা।

জনগণ যাকে চায় তাকে আমরা সহযোগিতা করবো কিন্তু বিএনপির সাংগঠনিক ক্ষমতাকে নিচু করে দেখানোর চেষ্টা করবেন না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top