বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার ব্যক্তিগত আক্রোশ ছিল খালেদা জিয়ার প্রতি। শেখ হাসিনার ব্যাক্তিগত আক্রোশ ছিল তারেক রহমান এর প্রতি। মিথ্যা মামলা দিয়ে সাজা দেয়াই ছিল তাঁর মূল উদ্দেশ্য। একজন শ্রমিকও যেখানে বুঝতে পারছে জাতীয়তাবাদী শক্তিকে শেষ করে দেয়ার জন্য তারেক রহমান এর নামে মামলা ও সাজা দেয়া হয়েছিল।
অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি এটা যখন সবাই বোঝে যে ওই মামলা ছিল রাজনৈতিক মামলা সেই মামলা প্রত্যাহার হয়না কেন? এই মামলা এখনও টিকে থাকে কেন? কেন আমাদের নেতার নামে মামলাগুলো জিইয়ে রাখা হচ্ছে।
এটা দেশবাসী জানতে চায়। আপনাদের অন্তরের ভাষা আমরা বুঝতে পারছি না। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে গেছে এই সরকারকে সবাই সমর্থন দিয়েছে।
এই সরকারের আমলে মিথ্যা মামলা প্রত্যাহার হয় না কেন? শেখ হাসিনার আমলের এক নোটিসেই সাড়ে ৭ হাজার মামলা প্রত্যহার হয়েছে কিন্ত আমাদের মামলা প্রত্যাহার হয়নি। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কার সরকার?
মঙ্গলবার (২২অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে সূত্রাপুরে তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তীকালীন সরকার উদ্দেশে করে তিনি বলেন, আমরা একটা ধোঁয়াশার মধ্যে রয়েছি। এই শুনলাম সাবেক পররাষ্ট্রমন্ত্রী গ্রেফতার হয়েছে। তার কয়েকদিন পর শুনা যাচ্ছে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের জ্যাকসন হাইটে ঘোরাফেরা করছে।
আরাফাত তথ্যমন্ত্রী, আমরা শুনলাম তিনি গ্রেফতার হয়েছে। তারপর ২/৩ দিন পর শুনেছি তিনি গ্রেফতার হয়নি। জনগণের সাথে এই প্রতারণা কিসের জন্য। জনগণের সাথে এই লুকোচুরি কিসের জন্য। এটাতো জনগণ জানতে চায়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।