বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছেন, ভারতের ত্রিপুরায় আওয়ামী লীগ এর সমাবেশ হবে কেন? বাংলাদেশে এসে সমাবেশ করুন।
আপনার নামে আন্তর্জাতিক অপরাধ আদালতে ওয়ারেন্ট জারি করা হয়েছে। আপনাকে দেশে ফেরার জন্য আন্তর্জাতিক আন্তর্জাতিক অপরাধ আদালত আপনার প্রতি সমন জারি করেছে। আপনি আসছেন না কেন?
রবিবার (২০অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) পাবনা জেলা বিএনপির সাবেক সভাপতি মির্জা আব্দুল আউয়াল এর ৩৩তম মৃত্যু বার্ষিকীতে স্মরণ-সভায় তিনি এসব কথা বলেন।
এসময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপিসহ সবাই সমর্থন দিয়েছে। মানুষ ভিন্ন কিছু ভাবতে শুরু করেছে। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।