All Menu

দানবের প্রত্যাবর্তন ঠেকাতে গণতান্ত্রিক শক্তির সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

বিএনপি সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আবার যেন কোন হিংস্র দানবের প্রত্যাবর্তন না হয় সেজন্য গণতান্ত্রিক শক্তির সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে একটি দক্ষ উন্নতমানের কর্মতৎপর সরকার দিয়ে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। স্বৈরাচার কিন্তু বসে নেই। তাকে যারা (ভারত) আশ্রয় দিয়েছে। বাংলাদেশের প্রতি তাদের বড়ভাই সুলভ আচরণ ফুটে উঠেছে। ইতিমধ্যে তারা গোপনে গোপনে হত্যা শুরু করেছে। গোপালগঞ্জকে তারা বানাতে চাচ্ছে মাফিয়া তন্ত্রের একটি ঘাটি। সেইখান থেকে লোক নিয়ে তারা বায়তুল মোকাররম দখল করতে আসে। কোর্টের প্রাঙ্গন দখল করতে আসে এবং সেদিক দিয়ে কেউ গেলে তাকে হত্যা করে।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের রজতজয়ন্তী উপলক্ষ্যে শুক্রবার (১৮অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) রাজধানীর শেরেবাংলা নগরস্থ জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতিহা পাঠ শেষে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা আরও বেশী সচল হয়ে আরও বেশী কর্মতৎপর হয়ে কাজ করুন। নাহলে গণতন্ত্রের যে অর্জন। এত রক্তার্জিত যে অর্জন। এত লাশ, এত শহীদ, তাও বাচ্চা ছেলে, স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ের তাদের আত্মদানের বিনিময়ে গণতন্ত্রের পথে আমরা যাত্রা করছি। সেই গণতন্ত্রের পথে যাত্রাকে ব্যহত করছে। আপনারা সংস্কার আর নানা কথা বলে বিলম্ব ঘটাচ্ছেন।

জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেয়ার জন্য যে সকল কাজ আপনারা সে কাজগুলো করুন। মানুষ যাতে বুঝতে পারে আপনারা সত্যিকার অর্থেই একটা সুষ্ঠু নির্বাচন চান। আপনারা আওয়াজ তুলছেন আনুপাতিক ভোট। আনুপাতিক ভোট কয়জন আছে এখানে। আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দেব। পৃথিবীর সব দেশে-তো এই আনুপাতিক ভোট নেই। অনেক দেশ আবার ফিরে যাচ্ছে আগের সার্বজনিক ভোটে। যেখানে দলকে নয়, নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার সুযোগ রয়েছে। আনুপাতিক ভোট নিয়ে মানুষের মাঝে সন্দেহের সৃষ্টি করবে। বিভ্রান্তির সৃষ্টি করবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top