All Menu

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মধ্য দিয়েই ফ্যাসিস্ট সরকার কায়েম হয়েছিল

 

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মধ্য দিয়েই ফ্যাসিস্ট সরকার কায়েম হয়েছিল। এছাড়া সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের দেয়া সে রায় অসাংবিধানিক ছিল।

বৃহস্পতিবার (১৭অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, সে রায় পুনর্বিবেচনার জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রিভিউ আবেদন করেছেন। সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। আগামী রবিবার শুনানির জন্য রিভিউ আবেদনটি উপস্থাপন করা হবে।

২০১১ সালের ১০ মে তত্ত্বাবাবধায়ক সরকার ব্যবস্থা সম্পর্কিত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে আপিল বিভাগ। তৎকালীন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের ছয়জন বিচারপতির বেঞ্চ ওই রায় ঘোষণা করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top