বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী বলেছেন, এখন আমরা নিঃশ্বাস নিতে পারছি। আমরা কথা বলতে পারছি। আগে কথা বলতে গেলে আমাদের গ্রেফতার করে নিয়ে যেত। সুতরাং গণতন্ত্রের যতটুকু আবহ তৈরি হয়েছে, পরিবেশ তৈরি হয়েছে এটার অবদান আবু সাইদের। এই অবদান শহীদদের।
বৃহস্পতিবার (১৭অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) ছাত্র—জনতার গণঅভ্যুত্থানে নরসিংদী জেলায় শহীদ পরিবারের সাথে “আমরা বিএনপি পরিবার”-এর প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, আবার তাদের (আওয়ামী লীগ) যদি উত্থান হয় তাহলে গোটা বাংলাদেশ কসাইখানায় পরিণত হবে। তাদেরকে যারা (ভারত) আশ্রয় দিচ্ছে তারাও কিন্তু শেখ হাসিনার সাথে রয়েছে, শেখ হাসিনাকে মদত দিচ্ছে।
যে শহিদদের রক্তের উপর আজকে প্রফেসর ইউনুস সাহেবের সরকার। এই সরকারের দায়িত্ব অনেক। সাড়াশি অভিযান চালিয়ে হত্যাকারী ও তাদের দোসরদের গ্রেফতার করতে হবে। এসময় তিনি শহীদদের রূহের মাগফেরাত কামনা করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।