বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অনেক চক্রান্ত চলছে। চক্রান্ত এখনও থেমে নেই। শেখ হাসিনা এবং তাকে যারা আশ্রয় দিয়েছে তারা (ভারত) বসে নেই। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনারা সতর্ক থাকুন। ভয়ংকর ষড়যন্ত্র চক্রান্ত হবে। শেখ হাসিনা বসে নেই।
বুধবার (১৬অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) রাজধানীর গোড়ান এলাকায় ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতা মূলক লিফলেট বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, স্বাস্থ্য খাতে সবচাইতে বেশী বাজেট বরাদ্দ হওয়া উচিত।
ঢাকার দুই সিটি কর্পোরেশনে প্রশাসক বসিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আমলা দিয়ে সব কাজ হয় না উল্লেখ করে তিনি বলেন, ঢাকার খাল বিল ও নালা, যেসব যায়গা থেকে ডেঙ্গুর উৎপত্তি সেখানে স্প্রে করে ডেঙ্গু-বাহি মশা মারার জন্য কীটনাশক প্রয়োগ করা হয়েছে? সেখানে আমরাতো এখন পর্যন্ত কোন ওষুধ দেখলাম না, কীটনাশক প্রয়োগ করা দেখলাম না। প্রতিদিন ১০/১২ জন মানুষ মারা যাচ্ছে। ইতিমধ্যে প্রায় আড়াইশ জন মানুষ মারা গেছে। এর দায় কি সরকারের নেই। এই দায় তো সরকারের।
অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে রিজভী বলেন, বাজার যারা সিন্ডিকেট করছেন, বাজারে যারা মাফিয়া-তন্ত্র করেছে এদেরকে ধরুন। এদের গ্রেফতার করুন। আইনের আওতায় আনুন এবং জনগণকে স্বস্তি দিন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।