বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, কেন মার্কেট সিন্ডিকেটকে ধরছেন না। কেন কাঁচামরিচ পেঁয়াজ এর দাম বাড়বে? কেন নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম বাড়বে। সিন্ডিকেটের লোকদের গ্রেফতার করে জনগণকে স্বস্তি দেয়ার জন্য দাবী জানান তিনি। মঙ্গলবার (১৫অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) রাজধানীর উত্তরায় ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতা মূলক লিফলেট বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, ছাত্র জনতার তীব্র আন্দোলনে আমরা প্রফেসর ইউনুস সাহেবের সরকার পেয়েছি। যা অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের কাছে প্রত্যাশা অনেক। অন্তর্বর্তীকালীন সরকারকে ডেঙ্গু রোগ প্রতিরোধে সকল ধরণের ব্যবস্থা করতে হবে। হাসপাতালগুলোতে আরও বেড বাড়াতে হবে। প্রয়োজনীয় সরঞ্জাম এর ব্যবস্থা করতে হবে। শুধু নিরপেক্ষ থাকলে চলবে না। অন্তর্বর্তীকালীন সরকার একটি নিরপেক্ষ সরকার হলেও এই সরকারের আবরণে অনেক ফ্যাসিবাদের দোসর অনেক কর্মকর্তা রয়ে গেছে।
আওয়ামী লীগ এর দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী সরকার যে টাকা পাচারের সরকার। আওয়ামী সরকার যে জনগণকে তোয়াক্কা করত না। ডেঙ্গু এবং করোনা প্রতিরোধ না করে জনগণের টাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান করে টাকা পাচার করেছে। এরা (আওয়ামী লীগ) দেশটাকে নিজের তালুকদারি মনে করতো। সে সময় দেশে ন্যায় বিচার ও আইনের শাসন ছিলোনা। কথা বলার স্বাধীনতা ছিল না।
এসময় তিনি আরও বলেন, আগামী কিছুদিনের মধ্যে পুলিশের প্যাসিং আউট হবে। সেখানে ৮০৩ জন আছেন সাব-ইন্সপেক্টর এবং ক্যাডার সার্ভিস এর আছেন ৬১জন। এরা সবই হাসিনার আমলে নিয়োগ দেয়া। ৮০৩ জন সাব-ইন্সপেক্টর এর মধ্যে শুধুমাত্র গোপালগঞ্জ এর লোক রয়েছে ২০০জন। এখানে নিয়োগে নিরপেক্ষ যাচাই বাচাই হয়নি বলে তিনি উল্লেখ করেন। শহিদদের আত্মত্যাগের বিনিময়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকেই বিষয়টি দেখতে হবে বলে তিনি দাবী জানান। এ সময় তিনি বলেন, শেখ হাসিনা গোটা বাংলাদেশকে গণকবরে পরিণত করেছিলেন। শেখ হাসিনার সেই গণকবরে আর এই দেশের জনগণ যেতে চায়না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।