All Menu

দিল্লীর নীতি নির্ধারকরা বাংলাদেশের মানুষকে পছন্দ করে না : রিজভী

বিএনপি সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দিল্লীর নীতি নির্ধারকরা বাংলাদেশের মানুষকে পছন্দ করে জনগণকে পছন্দ করে না। বাংলাদেশকে পছন্দ করে না। তারা পছন্দ করে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এর কিছু লোককে।

নাহলে যেখানে একজন গরীব কিশোরী ফেলানি এবং স্বর্ণা দাস তাকে গুলি করে কাঁটাতারের বেড়ার মধ্যে আটকে রাখে। আজকে শামীম ওসমান আজকে সেই কুখ্যাত মনিরুল ইসলাম (পুলিশের অ্যাডিশনাল আইজি) এরা আজকে ভারতবর্ষে ঘোরাফেরা করছে। তাদেরকে আশ্রয় দিয়েছে ভারতে। তাদের ভিসা কই। তাদের পাসপোর্ট কই। তাদের তো পাসপোর্ট চেক করেন না। তাদের তো ভিসা চেক করেন না।

বাংলাদেশের অন্যকোন মানুষের জন্য তো ভিসা লাগে। রবিবার (১৩অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) রাজধানীর শেরেবাংলা নগরস্থ জিয়া উদ্যান এ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর মাজারে শ্রদ্ধা ও ফাতিহা পাঠ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এদিন দীর্ঘ ২০ বছর পরে দেশে ফিরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর মাজারে শ্রদ্ধা ও ফাতিহা পাঠ করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক।

এসময় রুহুল কবির রিজভী আরও বলেন, বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার, সাবেক মন্ত্রী সাবেক প্রশাসনের কর্মকর্তা তাকে ২ মাস গুম করে রাখলো র‍্যাব বাংলাদেশে। তারপর হটাত তাকে ভারতে ফেলে আসা হল। তার বিরুদ্ধে মামলা দিয়েছে। তাকে জেলে রেখেছে। দীর্ঘদিন তাকে মামলা ফেস করতে হয়েছে। সব মামলা থেকে খালাস করার পরেও তাকে মুক্তি দেননি।

কয়েকদিন আগে তিনি দেশে ফিরেছে। তারা (ভারত) কি করে বাংলাদেশের সাথে একচোখা আচরণ করে। আমাদের জনগণকে অবজ্ঞা করে। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে অবজ্ঞা করে। তারা শুধু অতিথি হিসেবে গ্রহণ করে শেখ হাসিনার মত দুনিয়ার সবচেয়ে বড় ঘাতক একজন রাজনীতিককে।

এসময় রিজভী অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি প্রশ্ন রেখে বলেন, যারা ছাত্র জনতার আন্দোলনে প্রকাশ্যে অস্ত্র নিয়ে গুলি চালিয়েছে তারা কেন গ্রেফতার হচ্ছে না। এই অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা না গেলে তারা আরও বড় ধরনের অপরাধ করবে বলে তিনি জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top