বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, উৎসবের কোন শাসনকাল নেই। উৎসব আমাদের সবার। উৎসব মহামিলনের, আনন্দের একটি প্রাঙ্গণ। সেই প্রাঙ্গণটাকে আর কেউ বিনষ্ট না করতে পারে সেটি আমাদের সবসময় খেয়াল রাখতে হবে।
শতাব্দী প্রাচীন এক অন্যতম উৎসব আমাদের শারদীয় দুর্গাপূজা। আমাদের জাগ্রত-বোধকে আর বিভক্ত করা যাবে না। আমরা সকল অপপ্রচার এবং অপ-তৎপরতাকে অতিক্রম করে আজকে এই জায়গাতে এসেছি।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে শনিবার (১২অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূজা মন্ডপ পরিদর্শন ও হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়-কালে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি জগন্নাথ হলের আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, জগন্নাথ হলের সাথে আমাদের অনেক সম্পর্ক ও ইতিহাস রয়েছে। এসময় তিনি ছেলেবেলার স্মৃতিচারণ করেন। তিনি পূজা মন্ডপের আগতদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় অন্তর্বর্তীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।