All Menu

জামালপুর শহর শাখার উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, “রাসূল (সা:) মানবতার মহান শিক্ষক হিসেবে পৃথিবীতে এসেছেন। আজকের পৃথিবীতে যদি শান্তি আনতে হয় তাহলে একদল সৎ লোক তৈরি করতে হবে। পরিবার, সমাজ এবং রাষ্ট্র গঠন করতে হলে মানবতার মহান শিক্ষক রাসূল (সা.) এর আদর্শকে মডেল হিসেবে গ্রহণ করতে হবে।

বর্তমান বিশৃঙ্খল পৃথিবীতে শান্তি ফিরে আনতে হলে ইসলামের বিকল্প নেই, অন্য কোন মতাদর্শ দ্বারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে না। সমাজতন্ত্র ,পুঁজিবাদ পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি। সমাজতন্ত্র, পুঁজিবাদের দিন শেষ, এখন ইসলামের বাংলাদেশ।” শনিবার (১২ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) জামালপুর শহর শাখার উদ্যোগে সীরাত মাহফিল প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহর আমীর এডভোকেট আছিমুল ইসলাম এর সভাপতিত্বে এবং সেক্রেটারি খন্দকার মোকাদ্দাস আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. ছামিউল হক ফারুকী, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন এর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি আলহাজ্ব হযরত মাওলানা নাসির উদ্দিন হেলালি, ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য এডভোকেট নাজমুল হক সাঈদী, জামালপুর জেলার ভারপ্রাপ্ত আমীর মাওলানা আব্দুস সাত্তার, জেলা নায়েবে আমীর অধ্যাপক মাওলানা খলিলুর রহমান, জেলা সেক্রেটারি এডভোকেট আব্দুল আওয়াল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top