All Menu

বন্যার্তদের জন্য বিএনপির ত্রাণ তহবিলে অনুদান দিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে বন্যার্তদের জন্য বিএনপির কেন্দ্রীয় ত্রাণ তহবিল কমিটির কাছে ২ লাখ টাকা হস্তান্তর করা হয়েছে।
বুধবার (০৯ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ অর্থ হস্তন্তর করা হয়। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খালেদা জিয়ার ব্যক্তিগত ফান্ড থেকে এই অনুদান দেওয়া হয়েছে। দেশের যেকোনো সংকটময় পরিস্থিতিতে খালেদা জিয়া সবার পাশে দাঁড়িয়েছেন। তিনি আরও বলেন, যেকোনো সংকটে খালেদা জিয়াই নেতৃত্ব দিয়েছিলেন, অথচ বিনা কারণে গত ছয় বছর তাকে জনগণ থেকে দূরে রাখা হয়েছে। খালেদা জিয়া সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি মহাসচিব।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top