বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কেউ কেউ স্বৈরাচারের ( আওয়ামী লীগ) পুনর্বাসনের কথা বলছেন। যারা এতদিন গুম, খুন, আয়না-ঘরের সংস্কৃতি তৈরি করছিল। তারা যদি পুনর্বাসন হয় তাহলে এই দেশে আর মানুষ বসবাস করতে পারবে না। এই দেশ হবে জল্লাদের উল্লাস-ভূমি। এইখানে গণতন্ত্রের কথা বলা মত প্রকাশের স্বাধীনটা চিরদিনের মতো কবরস্থ হয়ে গোরস্থানে চলে যাবে। সুতরাং যারা গণতন্ত্রের সুফল ভোগ করে চলেছেন। আন্দোলন এবং জুলাই-আগস্ট এর বিপ্লবের পর এড-ভাইসর হচ্ছেন। বিভিন্ন পদে যাচ্ছেন তারা যখন এই ধরেনের বার্তা দেয়। তখন এটা একটা সাংঘাতিক ধরণের মরনঘাতী বার্তা। সোমবার (০৭ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) রাজধানীর এলিফ্যান্ট রোড এ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করার সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নানা কায়দায় তাদের পুনর্বাসনের কথা বলছেন। যারা জনগণের সাথে বিশ্বাস ঘাতকতা করেছে, যারা শহীদের লাশকে আজকে অপবিত্র করছে, তাদের আত্মদানকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে এইসব বিষয়গুলি দেখতে হবে। তাঁর প্রতি জনগণের যে আস্থা, সে আস্থা যাতে ফলপ্রসূ হয় তা তাঁকে দেখতে হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।