All Menu

বিরামপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী

বাংলাদেশ জামায়াতে ইসলামী এর দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা ও পৌর শাখার আয়োজনে বিরামপুরে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৪অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) বিরামপুর আদর্শ হাইস্কুলের হলরুমে বিরামপুর পৌর শাখার সভাপতি সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে বিরামপুরের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমীর আনোয়ারুল ইসলাম, দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা নায়েবে আমীর মুহাদ্দিস ডক্টর মুহাম্মদ এনামুল হক, জেলা সহকারী সেক্রেটারি হাফিজুল ইসলাম, বিরামপুর উপজেলা আমীর মকছেদ আলী, সেক্রেটারি আবু হানিফসহ বিরামপুর পৌর শাখার সাধারণ সম্পাদক মাওলানা মামুনুর রশীদ প্রমুখ।
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের স্বাধীনতা ও মান উন্নয়নের বিষয়ে গুরুত্বারোপ করে অনুষ্ঠানের প্রধান অতিথি সাংবাদিকদের দূর্নীতবাজ, চাঁদাবাজ, জুলুমবাজসহ সকল প্রকার অন্যায় ও অবিচারের বিরুদ্ধে লিখে সাহসিকতার পরিচয় দানের আহবান জানান। সেই সাথে তিনি আসন্ন শারদীয় দূর্গা উৎসবে সনাতন ধর্মীয় ভাব-গাম্ভীর্য রক্ষায় সুষ্ঠুভাবে পালনের সহায়তা করার আহবান জানান।।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top