All Menu

দ্রুত সংস্কার শেষ করে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন দিন

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, যত দ্রুত সম্ভব সংস্কারগুলো শেষ করে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন দিন। অবাধ সুষ্ঠু নির্বাচন অত্যন্ত অপরিহার্য কিন্তু সংস্কারেরও প্রয়োজন আছে জানিয়ে তিনি বলেন নির্বাচনের আগে গণতন্ত্রের যে উপাদানগুলো আছে তা নিশ্চিত করতে হবে। বৃহস্পতিবার (০৩অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) দুপুরে গণঅভ্যুত্থানে শহীদ বিইউবিটি ছাত্র তাহমিদ ও মাসুদ রানার পরিবারের সঙ্গে আমরা বিএনপি পরিবার প্রতিনিধিদলের সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি প্রশ্ন রেখে বলেন, শেখ হাসিনার সিন্ডিকেট এখনো সক্রিয়। তার আমলে করা বিভিন্ন চুক্তিগুলো কেনো জনগণের সামনে উন্মোচন করা হচ্ছে না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top