All Menu

আন্দোলন ছিনতাই হলে দেশকে চরম মূল্য দিতে হবে

নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, অন্যান্য আন্দোলনের মতো এবারের আন্দোলনও ছিনতাই হলে দেশকে চরম মূল্য দিতে হবে। বুধবার (০২অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছ থেকে নাগরিকদের প্রত্যাশা শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন। এসময় তিনি আরও বলেন, নির্বাচন ও সুশাসন প্রতিষ্ঠায় সুপারিশ দেয়া হবে। সে অনুযায়ী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নির্বাচনের দিনক্ষণ ঠিক করতে পারে। এদিন সেমিনারে নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স এর একটি জরিপের ফল প্রকাশ করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top