All Menu

চাঁপাইনবাবগঞ্জে আম বাগান পরিদর্শন করলেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের সুস্বাদু ও সম্ভাবনাময় আম রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে কৃষি মন্ত্রণালয় নানাবিধ উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জের আম বাগান পরিদর্শন করেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ। উত্তম কৃষি চর্চা (গ্যাপ) অনুসরণ করে নিরাপদ আমের উৎপাদন কার্যক্রম ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত/মিশন-প্রধানদের নিকট তুলে ধরতে বৃহস্পতিবার(২৭ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আম বাগান পরিদর্শনের আয়োজন করে কৃষি মন্ত্রণালয়। কৃষিমন্ত্রী ড. মো: আব্দুস শহীদ এমপির নেতৃত্বে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপি, কৃষি-সচিব ওয়াহিদা আক্তার, পররাষ্ট্র-সচিব মাসুদ বিন মোমেন; এবং ব্রুনাই দারুস সালাম, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, পাকিস্তান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভুটান, ভিয়েতনাম, শ্রীলংকা, মিয়ানমার ও লিবিয়ার রাষ্ট্রদূতগণ এ পরিদর্শনে অংশগ্রহণ করেন। এছাড়া, বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল এর কান্ট্রি ডিরেক্টর, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি’র ডেপুটি কান্ট্রি ডিরেক্টর, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা’র বাংলাদেশ প্রতিনিধি এবং কৃষি মন্ত্রণালয়ের অধীন সংস্থা-প্রধানগণও এ পরিদর্শন টিমে ছিলেন। সফরকারীগণ চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কান্দবোনা গ্রামে উত্তম কৃষি চর্চা (গ্যাপ) অনুসরণ করে পরিচালিত আম বাগান পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং এই জেলার আম তাদের দেশে নিয়ে যেতে কার্য ভূমিকা নিবেন বলে জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top