ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, মেডিকেল কলেজ বাড়ানোর চেয়ে মানসম্মত চিকিৎসক তৈরির ওপর জোর দিতে হবে। তিনি বলেন, যে মেডিকেল কলেজগুলো আছে সেগুলোর মান বৃদ্ধি করতে হবে যাতে মানসম্মত ডাক্তার তৈরি করা যায়। মেডিকেল কলেজগুলোতে প্রথম বর্ষ থেকে পঞ্চম বর্ষ পর্যন্ত শিক্ষাজীবনের সুন্দর ব্যবস্থা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীরা যাতে মানসম্মত শিক্ষাটা পায়।
বুধবার (২৬ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) ঢাকার রায়েরবাজারে শিকদার উইমেন্স মেডিকেল কলেজে আকস্মিক পরিদর্শনে গিয়ে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী মেডিকেল কলেজের ছাত্রীদের বাসস্থান, অডিটোরিয়াম-সহ সবকিছু ঠিক করতে তাগিদ দেন। নির্দিষ্ট সময়ের ভেতর কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় তিনি রোগ ডায়াগনোসিসের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া মেনে চলার নির্দেশনা প্রদান করেন। এসময় মন্ত্রী শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। পরিদর্শনকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, ঢাকা -১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ ও স্বাস্থ্য শিক্ষা সচিব মোঃ আজিজুর রহমান উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।