ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ সামন্ত লাল সেন মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ এবং স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতাধীন দপ্তরসমূহ আস্থা ও নিষ্ঠার সাথে তাদের প্রতিশ্রুতি পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। মন্ত্রী মঙ্গলবার (২৫ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ এবং স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতাধীন দপ্তরমূহের সাথে ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের আওতাধীন ৮টি প্রতিষ্ঠান এবং স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ৫টি দপ্তরের প্রধানদের সাথে মন্ত্রণালয়ের বিভাগের সচিবগণ নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ রোকেয়া সুলতানা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।