All Menu

ঋণ খেলাপি ও আর্থিক খাতের দুষ্কর্মের হোতাদের বিচারের দাবি ওয়ার্কার্স পার্টির

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতি প্রতিরোধ, অর্থ-পাচার রোধ, ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা, ঋণ খেলাপি ও আর্থিক খাতের দুষ্কর্মের হোতাদের বিচারের দাবিতে ২৫ জুন দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ডাক দিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। সোমবার (১০ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) সকাল ১১টা জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই আহবান জানানো হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা কমরেড ফজলে হোসেন বাদশা। সংবাদ সম্মেলনের উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড তপন দত্ত চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা কমরেড আবুল হোসাইন, শ্রমিক নেতা কমরেড আমিরুল হক আমিন, কেন্দ্রীয় মিডিয়া বিভাগ আহবায়ক কমরেড মোস্তফা আলমগীর রতন, কমরেড সাব্বাহ আলী খান কলিন্স, কমরেড কিশোর রায়, কমরেড শাহানা ফেরদৌসি লাকী, কমরেড মুর্শিদা আখতার, কমরেড সাদাকাত হোসেন খান বাবুল, কমরেড এটিএম নাসির মিয়া, কমরেড তৌহিদুর রহমান প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তির।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top