মানিকগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আনারসের পাতার কোন জায়গা থেকে সুতা তৈরি হয় তা দেখলাম। এই সুতা দিয়ে কীভাবে সিল্কের শাড়ি তৈরি করা হচ্ছে সেটাও দেখেছি। আমরা আশা করি আগামী দিনে পাইনাপেল সিল্কের নতুন সম্ভাবনার দিগন্ত খুলতে পারে। এই কাজের জন্য আমাদের সহযোগিতা অবশ্যই থাকবে। মঙ্গলবার (৩০ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ) মানিকগঞ্জ পৌরসভার চর বেউথা এলাকায় পাইনাপেল সিল্ক উৎপাদন কেন্দ্র পরিদর্শন শেষে মন্ত্রী ডা. দীপু মনি এমন কথা বলেন। এ সময় মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলু, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ্ মোস্তফা কামাল, জেলা প্রশাসক রেহেনা আকতার, অতিরিক্ত জেলা প্রশাসক শুক্লা সরকার, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ আব্দুল বাতেন প্রমুখ উপস্থিত ছিলেন। সফরকালে মন্ত্রী সরকারি শিশু পরিবার (বালিকা), মানিকগঞ্জ পরিদর্শন করেন এবং হরিরামপুর উপজেলায় জ্ঞান কুটির পাঠাগার ও বাংলার ঐতিহ্য সংগ্রহশালা উদ্বোধন করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।