All Menu

ছাত্র রাজনীতি বন্ধের নামে বুয়েটকে অবরুদ্ধ করার পায়তারা বন্ধের দাবি

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: যুব অধিকার আদায়ের লড়াকু সংগঠন বাংলাদেশ যুব মৈত্রী কেন্দ্রীয় কমিটির সভাপতি তৌহিদুর রহমান ও সাধারণ সম্পাদক তাপস দাস এক যৌথ বিবৃতিতে বলেন, অতিসত্বর বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির অনুমতি দেয়ার জন্য বুয়েট প্রশাসনকে আহবান জানান। মহান মুক্তিযুদ্ধসহ দেশের প্রগতিশীল, গণতান্ত্রিক লড়াই সংগ্রামে এই ঐতিহ্যবাহী ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ অংশগ্রহণ রয়েছে। কিন্তু পরিতাপের সাথে আমরা লক্ষ্য করছি ‘অরাজনৈতিক শিক্ষাপ্রতিষ্ঠান’ দাবির আড়ালে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহিরীর ও মুক্তিযুদ্ধের পরাজিত অপশক্তি ইসলামী ছাত্রশিবির সাধারণ শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে সাম্প্রদায়িক চিন্তা ও কার্যক্রম চালিয়ে যাচ্ছে যা দেশের মৌলিক চেতনার সাথে সাংঘর্ষিক। নেতৃবৃন্দ বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিসহ সকল গণতান্ত্রিক সংগঠনকে ক্যাম্পাসে নিয়মতান্ত্রিক রাজনৈতিক কার্যক্রম চালানোর সুযোগ দিতে হবে। এবং দেশ বিরোধী, ধর্ম ভিত্তিক প্রতিক্রিয়াশীল সংগঠনকে চিহ্নিত করে ক্যাম্পাসে তাদের নিষিদ্ধ ঘোষণা করতে হবে। সংবাদ বিজ্ঞপ্তির।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top