All Menu

প্রধানমন্ত্রীর প্রেস সচিব মরহুম ইহসানুল করিমের প্রতি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: প্রধানমন্ত্রীর প্রেস সচিব বীর মুক্তিযোদ্ধা মরহুম ইহসানুল করিমের প্রতি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের পক্ষে সোমবার (১১ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) ঢাকায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন করেছেন তাঁর একান্ত সচিব মো. তোফাজ্জল হোসেন। এছাড়া, প্রয়াত ইহসানুল করিমের প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম এবং মো. মজিবুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। উল্লেখ্য, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শারীরিকভাবে অসুস্থ থাকায় প্রয়াত ইহসানুল করিমের জানাজায় অংশগ্রহণ করতে পারেননি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top