All Menu

আইএলও’র গভর্নিং বডির সভায় যোগ দিতে জেনেভায় পৌঁছেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ নজরুল ইসলাম চৌধুরী, এমপি।

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ নজরুল ইসলাম চৌধুরী, এমপি আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর গভর্নিং বডির ৩৫০ তম সভায় যোগদান এর জন্য সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছেছেন। তিনি সভায় অংশগ্রহণ শেষে আগামী ১৫/০৩/২০২৪ তারিখে ঢাকায় ফিরবেন। এর আগে তিনি শুক্রবার (৮ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) সকাল ৯টা ৫৫ মিনিটে ঢাকা ত্যাগ করেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এর তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এ কে এম ফেরদৌস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top