ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি উপজেলা নির্বাচন সম্পর্কে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রেক্ষিতে বলেছে যে, কমিশন গৃহীত সিদ্ধান্তে কেবল বিত্তবানরাই নির্বাচন করতে পারবে অন্য কেউ না। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত পার্টির নির্বাচন কমিটির সভায় উপজেলা নির্বাচন সংক্রান্ত নির্বাচন কমিশনের সিদ্ধান্ত পর্যালোচনা করে বলা হয় যে, যেখানে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর জামানত বিশ হাজার টাকা সেখানে উপজেলা নির্বাচনে চেয়ারম্যানের জামানত এক লক্ষ টাকা ও ভাইস চেয়ারম্যান জামানত ৭৫ হাজার টাকা নির্ধারণ করা কেবল অযৌক্তিকই নয়, উদ্দেশ্য প্রণোদিত। কেবল আইন নয়, রঙিন পোস্টার অনুমোদনের মধ্যে দিয়ে নির্বাচন কমিশন ব্যয় বৃদ্ধির ব্যবস্থা করেছেন। এর মধ্যে দিয়ে সাধারণ মানুষকে নির্বাচনে অংশ অনুৎসাহিত করা হবে। কেবল বিত্তশালীরই নির্বাচনে অংশ নিতে পারবে। সভায় বলা হয় যে, উপজেলা নির্বাচন স্থানীয় সরকার নির্বাচনের গুরুত্বপূর্ণ ধাপ। এই নির্বাচনে জনগণ সাধারণভাবে উৎসাহী থাকে এবং তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করে। সেখানে উপজেলা পরিষদকে জনগণের নাগালের বাহিরে নিয়ে যাওয়া হলো। সভায় উপজেলা নির্বাচনের আচরণ বিধি সম্পর্কে অন্যান্য সিদ্ধান্ত সমূহকে কেবল কথার কথা হিসেবে বলা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে এধরণের আচরণ বিধি থাকলেও তার কার্যকারিতা ছিল না। সভায় উপস্থিত ছিলেন, কমরেড আনিছুর রহমান মল্লিক, কমরেড মাহমুদুল হাসান মানিক, কমরেড কামরূল আহসান, কমরেড আলী আহমেদ এনামুল হক এমরান, কমরেড তপন দত্ত চৌধুরী প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তির।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।