আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দেশের দ্বিতীয় বৃহত্তম স্থল বন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আমদানি ও রপ্তানি কারক গ্রুপের বার্ষিক সাধারণ সভা হয়েছে। শনিবার দুপুরে অত্র প্রতিষ্ঠানের দ্বি-তল ভবনে এই সাধারণ সভা হয়। সভায় আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি কাজী শাহাবুদ্দিনের সভাপতিত্বে প্রতিষ্ঠানের ২০২২-২০২৩ অর্থ বছরের সকল খাতের প্রাপ্তি-প্রদানের হিসাব নিরীক্ষা ও অডিট প্রতিবেদন তুলে ধরেন গ্রুপের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মামুনুর রশিদ। কার্যনির্বাহী সদস্য মোঃ নুর আমিনের সঞ্চালনায় বক্তব্য দেন, আমদানি রপ্তানি গ্রুপের উপদেষ্টা আবু তালেব, জেলায় সর্বোচ্চ করদাতা এলিম এন্টারপ্রাইজ প্রোপ্রাইটর একরামুল হক, আমদানি রপ্তানি গ্রুপের সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আরিফ হাসান, কোষাধ্যক্ষ আসাদুল হক বিএল প্রমুখ। এ সময় কার্যনিবাহী কমিটির সদস্য সহ সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।