ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ’র জাতীয় নির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) বিকেল ৪ টায় রাজধানীর তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ ভবন মিলনায়তনে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ’র জাতীয় নির্বাহী কমিটির এই বর্ধিত সভা উপলক্ষ্যে “নির্বাচনোত্তর রাজনৈতিক পরিস্থিতি এবং করণীয় শীর্ষক” আলোচনা অনুষ্ঠিত হয়। ওই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনএফ’র প্রেসিডেন্ট ও ঢাকা-১৭ আসনের সাবেক সংসদ সদস্য রণাঙ্গনের মুক্তিযোদ্ধা এস, এম, আবুল কালাম আজাদ বলেন, আজ এক ঐতিহাসিক মুহূর্তে পার্টির নতুন বছরের কার্যক্রম শুরু হলো যখন প্যালেস্টাইনি মুসলিম জনগণের উপর বর্বর ইয়াহুদী ইসরায়েলি হামলা চূড়ান্ত পর্যায়ে, কাশ্মীরি জনগণের স্বাধিকার আন্দোলন ভূলুণ্ঠিত, মিয়ানমার জ্বলছে, মধ্যপ্রাচ্যে আগ্রাসনের নতুন মাত্রা যুক্ত হয়েছে, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ, বিশ্বের পরাশক্তির দ্বন্দ্ব তৃতীয় বিশ্বযুদ্ধকে অনিবার্য করে তুলছে। এমতাবস্থায় বহুল আলোচিত দ্বাদশ সংসদ অধিবেশন শুরু হয়েছে, এ নির্বাচনে অংশগ্রহণ করে পার্টি সংবিধানকে সমুন্নত রেখেছে। সংসদের নির্বাচিত সংসদ সদস্যদের দায়িত্ব হচ্ছে সংবিধান সংরক্ষণ করা এবং প্রতিশ্রুতি অনুযায়ী জনগণের প্রতি অর্পিত সাংবিধানিক দায়িত্ব পালনে ভূমিকা পালন করে দ্বাদশ সংসদকে কার্যকর করা, এটাই বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ এর প্রত্যাশা এবং এ প্রত্যাশা জনগণেরও। জন-প্রত্যাশা পূরণে ব্যর্থ হবার কোন সুযোগ নেই। বিএনএফ প্রেসিডেন্ট আরো বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনের পথে আসুন বিএনএফ’কে সুসংগঠিত ও শক্তিশালী করে গড়ে তুলি, মহান সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের সহায় হবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনএফ’র সেক্রেটারি জেনারেল বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডঃ মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম আল-মারুফ। বিএনএফ’র কো-চেয়ারম্যান মমতাজ জাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন বিএনএফ’র ভাইস চেয়ারম্যান আতিকুর রহমান খান নাজিম, ভাইস চেয়ারম্যান এ ওয়াই এম কামরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ সাদেক হাসান, জয়েন্ট সেক্রেটারি জেনারেল মোঃ শফিউল্লাহ চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি জেনারেল এস, এম, ইসলাম, জয়েন্ট সেক্রেটারি জেনারেল বরকত উল্লাহ্, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম জেন্টু, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মাহবুব হাসান আজাদ, সমাজকল্যাণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রিয়াদুল আহসান রনি, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ সজীব কায়সার (মিথুন), মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা শারমিন জাহান, কেন্দ্রীয় নেতা এস এম লিটন, মোঃ আলী আসলাম হোসেন রাসেল, শামসুল হক, মোঃ বাচ্চু শেখ, কে.এম জহুরুল ইসলাম, মেহরাজ উল্লাহ, শিবলী আহমেদ সুজন প্রমুখ।
সংবাদ বিজ্ঞপ্তির।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।