আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চালের বাজার নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনে ভ্যাট ও ট্যাক্স মওকুফ করে বাজার দর স্বাভাবিক করার করার কথা বলেছেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোঃ ইসমাইল হোসেন। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জে চালের বাজার নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক অংশীজনের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাস, অতিরিক্ত মহাপরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন, রাজশাহী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম খান, জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোঃ জাকির হোসেন প্রমুখ। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) আবুল কালাম সাহিদ, অটোরাইস মিল, হাসকিং মিল, সিদ্ধ চাল মিল কল মালিক, পাইকারি ও খুচরা চাল ব্যবসায়ী, চেম্বার প্রতিনিধিসহ সরকারি ও বেসরকারি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।