All Menu

৪ বারের নির্বাচিত এমপি একরাম চৌধুরীকে গণ সংবর্ধনা

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে চার বারের নব নির্বাচিত আওয়ামী লীগের মনোনীত গণমানুষের নেতা এমপি একরামুল করিম চৌধুরীকে বিভিন্ন ইউনিয়নে গন-মানুষ ও জনপ্রতিনিধিগণের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ সময় তারা প্রিয় নেতা একরাম চৌধুরীকে কাছে পেয়ে প্রাণঢালা ফুলেল শুভেচ্ছা জানান হাজার হাজার ভক্ত ও সমর্থকরা। সোমবার (১৫ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) দুপুরে সদরের এওজবালিয়া ও নোয়াখালী ইউনিয়নে জনসাধারণের সাথে দেখা করতে গেলে স্থানীয় চেয়ারম্যান ও জনপ্রতিনিধিগণ নব নির্বাচিত এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সংবর্ধনার আয়োজন করেন। এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান, স্থানীয় চেয়ারম্যান আবদুর রহিম, ইয়াছিন আরাফাত, তোফাজ্জল হোসেন বাবলু, জসিম উদ্দিন, আমির হোসেন বাহাদুর ও বেলাল হোসেন সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারগণ উপস্থিত ছিলেন। ৪র্থ বার বিপুল ভোটে নৌকা মার্কায় সমর্থন নিয়ে নির্বাচিত হওয়ার দিনব্যাপী সদর ও সুবর্ণচরের সাধারণ মানুষ ও ভোটারদের সাথে দেখা করতে যান এ নবনির্বাচিত এমপি। এ সময় হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা তাদের প্রিয় নেতাকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেন তারা। এ ব্যাপারে জানতে চাইলে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান জানান, একরাম চৌধুরী একজন জনপ্রিয় নেতা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের বিশ্বস্ত আস্তার মানুষ। তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়ে শপথ গ্রহণের পর ঢাকা থেকে ছুটে এসে প্রথমে সাধারণ মানুষের মাঝে দেখা করতে যান। এ সময় তাদের প্রিয় এমপিকে দেখার জন্য হাজার হাজার মানুষের ভিড় জমে। তার মাধ্যমে আগামীতে আরও ব্যাপক উন্নয়ন হবে। এর আগে তিনি সুবর্ণচরের বিভিন্ন ইউনিয়ন ও হাট বাজারে গণমানুষের দেখা করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top