All Menu

ভোট বর্জনের আহ্বানে মিছিল ও লিফলেট বিতরণ

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ভুয়া ভুয়া স্লোগান দিয়ে ভোট বর্জনের আহ্বান জানিয়ে চাঁপাইনবাবগঞ্জে মিছিল ও লিফলেট বিতরণ করেছে বিএনপির নেতাকর্মীরা। বুধবার (২৭ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) দুপুরে জেলা শহরের ফুড অফিস মোড় থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় পথচারী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মাঝে ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেন বিএনপির নেতাকর্মীরা। মিছিল শেষে নিমতলা মোড়ে এক সংক্ষিপ্ত পথ-সভা অনুষ্ঠিত হয়। বিএনপির যুগ্ম মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সাবেক এমপি হারুনুর রশীদের নেতৃত্বে মিছিল ও লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন, জেলা কৃষকদলের আহ্বায়ক তসিকুল ইসলাম তসি, বিএনপি নেতা নজরুল ইসলাম, আহসান হাবীব, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সারোয়ার জাহানসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top