ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নোয়াখালীর সেনবাগ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাসান মঞ্জুরকে সেনবাগ উপজেলা, নোয়াখালী জেলা ও কেন্দ্রীয় পদ সহ পার্টির সকল পদ পদবী থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) সন্ধ্যায় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে ওই বহিষ্কার আদেশ দেয়া হয়। উল্লেখ্য সেনবাগ উপজেলা জাতীয় পার্টির সভাপতি, জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ও কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য হাসান মঞ্জুর মঙ্গলবার দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দলীয় লাঙ্গল মার্কার প্রার্থী তালেবুজ্জামানের পক্ষে ভোট না করে নৌকা মার্কার প্রার্থী আলহাজ্ব মোরশেদ আলম এমপিকে সমর্থন করে নৌকা মার্কার পক্ষে করার ঘোষণা দেওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এ বিষয়ে কথা বলতে হাসান মঞ্জুরের মোবাইলে একাধিকবার কল করলেও বন্ধ পাওয়া যায়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।