ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নির্বাচনের তারিখ অপরিবর্তিত রেখে মনোনয়নপত্র দাখিলের সময় ১ সপ্তাহ বর্ধিত করণের আবেদন করেছে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ। বুধবার (২৯ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) দুপুর ১টায় বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ’র প্রেসিডেন্ট ও ঢাকা-১৭ আসনের সাবেক সংসদ সদস্য এস, এম, আবুল কালাম আজাদ প্রধান নির্বাচন কমিশনার বরাবর আবেশিত এই চিঠি মাননীয় প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব মোঃ রিয়াজ উদ্দিন-এর কাছে হস্তান্তর করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।