All Menu

মৌলভীবাজার ৩ আসনে শিল্পপতি জিল্লুর রহমান এর চমক

মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) সংসদীয় আসনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার হাল ধরে চমক দেখালেন বিশিষ্ট শিল্পপতি জিল্লুর রহমান। তিনি অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, শেখ রাসেল স্মৃতি পরিষদের উপদেষ্টা ও আবাহনী সমর্থক গোষ্ঠীর সভাপতিসহ বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত রয়েছেন। শিল্পপতি জিল্লুর রহমানকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নৌকা প্রতীকের প্রার্থী হিসাবে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ঘোষণা করায় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে এলাকায় আনন্দ মিছিল করেন স্থানীয় জনগণ। রবিবার (২৬ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নৌকা প্রতীকের প্রার্থী হিসাবে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জেলার ৪টি আসনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন ৪ জন। এর মধ্যে একেবারে নতুন করে ২ জন মৌলভীবাজার ২ থেকে মো: শফিউল আলম চৌধুরী নাদেল ও মৌলভীবাজার ৩ থেকে শিল্পপতি মোঃ জিল্লুর রহমান দলীয় মনোনয়ন পান। মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) ৪ বারের সাবেক এমপি, পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী মো: শাহাব উদ্দিন। মৌলভীবাজার-২ (কুলাউড়া) কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিসিবির পরিচালক, ক্রীড়া সংগঠক মো: শফিউল আলম চৌধুরী নাদেল। মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) সাবেক চিফ হুইপ ও ৬ বারের এমপি উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ মনোনয়ন প্রত্যাশীগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মৌলভীবাজার জেলার ৪টি আসন থেকে দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেন ৩৩জন নেতা। এর মধ্যে ছিলেন- সংশ্লিষ্ট আসনের বর্তমান সংসদ সদস্যসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা প্রার্থী চূড়ান্ত করতে দলের মনোনয়ন বোর্ড দফায় দফায় বৈঠক করে। রবিবার সকালে গণভবনে মনোনয়ন প্রত্যাশীদের গণভবনে ডেকে নির্দেশনা দেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘোষিত তফসিল অনুসারে আগামী ৭ জানুয়ারি ২০২৪খ্রিস্টাব্দ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top