ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জাতীয় সংসদের ময়মনসিংহ জেলার ১১টি আসনের মধ্যে ৩টিতে নৌকার প্রার্থী পরিবর্তন করা হয়েছে। এবার মনোনয়ন পাননি সংস্কৃতি প্রতিমন্ত্রী। এর মধ্যে ময়মনসিংহ-৪ আসনে ও ময়মনসিংহ-৮ আসনে বর্তমানে জাতীয় পার্টির এমপি থাকলেও এবার এই দু’টি আসনে আওয়ামী লীগ থেকে নতুন করে দুই জনকে মনোনয়ন দেয়া হয়েছে। রবিবার (২৬ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) বিকেলে কেন্দ্রীয় আওয়ামী লীগ ঘোষিত প্রার্থী তালিকায় এ পরিবর্তনে এই তথ্য পাওয়া গেছে। এর মধ্যে প্রার্থী পরিবর্তন করা হয়েছে- ময়মনসিংহ-৩ গৌরীপুর, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) ও ময়মনসিংহ-৯(নান্দাইল) আসনে।
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া)আসনে বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের জুয়েল আরেং মনোনয়ন পেয়েছেন।
ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা)আসনে বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের শরীফ আহমেদ (বর্তমানে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী) এবারো মনোনয়ন পেয়েছেন।
ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এর পরিবর্তে মনোনয়ন পেয়েছেন নতুন করে নিলুফার আনজুম।
ময়মনসিংহ-৪(সদর উপজেলা) আসনে জাতীয় পার্টির রওশন এরশাদ বর্তমান এমপি। কিন্তু আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন মোহিত উর রহমান।
ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের কেএম খালিদ (সংস্কৃতি প্রতিমন্ত্রী)। কিন্তু এবার দলীয় মনোনয়ন পেয়েছেন আব্দুল হাই আকন্দ।
ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া)আসনে বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের অ্যাডভোকেট মোসলেম উদ্দিন মনোনয়ন পেয়েছেন।
ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী মনোনয়ন পেয়েছেন।
ময়মনসিংহ-৮(ঈশ্বরগঞ্জ)আসনে জাতীয় পার্টির বর্তমান এমপি ফখরুল ইমাম। কিন্তু আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন আব্দুস সাত্তার।
ময়মনসিংহ-৯(নান্দাইল) আসনে বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের আনোয়ারুল আবেদীন খান তুহিন মনোনয়ন পাননি। এই আসনে মনোনয়ন পেয়েছেন মেজর জেনারেল(অব:) আব্দুস সালাম।
ময়মনসিংহ-১০(গফরগাঁও)আসনে বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের ফাহমি গোলন্দাজ বাবেল মনোনয়ন পেয়েছেন।
ময়মনসিংহ-১১ (ভালুকা)আসনে বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের কাজিম উদ্দিন আহম্মেদ ধনু মনোনয়ন পেয়েছেন।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সাথে ঐক্যজোট করে জাতীয় পার্টি নির্বাচনে অংশ গ্রহণ করলে ময়মনসিংহ-৪ (সদর উপজেলা) আসনে জাতীয় পার্টির রওশন এরশাদ এবং ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ)আসনে জাতীয় পার্টির ফকরুল ইসলাম জয়লাভ করেন। এবার আওয়ামী লীগ থেকে এই দু’টি আসনে প্রার্থী দেয়া হয়েছে। পরিবর্তন করা হয়েছে- ময়মনসিংহ-৩ গৌরীপুর, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) ও ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।