All Menu

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছে বিএনএফ

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ। তফসিল ঘোষণার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ’র প্রেসিডেন্ট ও ঢাকা-১৭ আসনের সাবেক সংসদ সদস্য রণাঙ্গনের মুক্তিযোদ্ধা এস, এম, আবুল কালাম আজাদ বলেন, “দ্বাদশ সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ, জনগণের অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য হবে বলে আশা করছি। জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে প্রধান নির্বাচন কমিশনার যে অঙ্গীকার ব্যক্ত করেছেন, দেশবাসীর সাথে সাথে আমরাও এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন দেখতে চাই।“

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top