আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনেই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। বুধবার (১৫ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জে এক ছাত্রী সমাবেশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের উন্নয়নে কাজ করছে উল্লেখ করে মাহিয়া মাহি বলেন, বর্তমান সরকার শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে। ইনশাআল্লাহ বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। আমরা দেখছি, এখন শিক্ষার্থীদের পরীক্ষার এই সময়ে বিএনপি দেশে অগ্নিসংযোগ করছে। দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে। মাহিয়া মাহি আরও বলেন, দেশের নাগরিক বিএনপি-জামায়াতের অবরোধ প্রত্যাখ্যান করেছে। তারা নিজেদের ছেলেমেয়েদেরকে স্কুল-কলেজে পাঠাচ্ছে। যে রাজনৈতিক দল শুধুমাত্র ক্ষমতায় আসার জন্য ভবিষ্যৎ প্রজন্মকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে, অভিভাবকরা সেই দলের হাতে দেশের দায়িত্ব তুলে দিতে চাই না। জেলার মানুষ চাইলে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে নৌকা প্রতীকের মনোনয়ন চাইবেন বলে জানান তিনি। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করা ও নারী নেতৃত্ব বিকাশে নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের নিয়ে ছাত্রী সমাবেশে অতিথির বক্তব্য রাখেন মাহিয়া মাহি। জেলা ছাত্রলীগের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী। জেলা ছাত্রলীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দের সভাপতিত্বে সমাবেশের প্রধান আলোচক ছিলেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সুলতানা রাজিয়া।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।