আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চট্টগ্রামের আনোয়ারায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুঃস্থদের মাঝে সোমবার (১৩ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি। ইতোপূর্বে ওয়াসিকা আয়শা খান এমপি-র আবেদনের প্রেক্ষিতে আনোয়ারায় ক্ষতিগ্রস্ত ১৫০টি পরিবারের জন্য ৩০০বান্ডেল ঢেউটিন ও গৃহনির্মাণ মঞ্জুরি বাবদ ৯লক্ষ টাকা বরাদ্দ প্রদান করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। বিতরণ-কালে ওয়াসিকা আয়শা খান এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা দেশরত্ন শেখ হাসিনা যে কোন দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়ান তড়িৎ গতিতে৷ দেশের সাধারণ মানুষের প্রতি তাঁর অপরিসীম ভালবাসা এই প্রাণশক্তির উৎস। তিনি ভূমিহীন-গৃহহীনকে গৃহ নির্মাণের মাধ্যমে আশ্রয় দিয়েছেন, যার নজির বিশ্বে বিরল। তাঁর রূপান্তর-কারী নেতৃত্বেই দেশের এগিয়ে চলা। চলমান উন্নয়নকে অব্যাহত রেখে ক্ষুধা-দারিদ্রমুক্ত উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ নির্মাণে তাঁকে পুনরায় রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে। এসময়, স্থানীয় আওয়ামী নেতৃবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর পূর্বে, ওয়াসিকা আয়শা খান এমপি আনোয়ারার বৈরাগ ইউনিয়নের উত্তর গুয়াপঞ্চক গ্রামে তার নিজ বরাদ্দ হতে নব-নির্মিত অসহায়-দু:স্থ একজন নারীর ঘর উদ্বোধন করেন। উক্ত নারীর স্বামী ২০০৩ সনে দুই সন্তান রেখে মৃত্যুবরণ করেন। প্রসঙ্গত, তিনি মুজিববর্ষ হতে তার সংসদীয় আসনের অনুকূলে বরাদ্দকৃত গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্প হতে চট্টগ্রামের আনোয়ারা, কর্ণফুলী, চন্দনাইশ, সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলায় একশত’র অধিক গৃহহীনকে গৃহ নির্মাণ করে দিয়েছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।