ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ‘সোনায় বিনিয়োগ, ভবিষ্যতের সঞ্চয়’ এই প্রতিবাদকে সামনে রেখে র্যালি ও কেক কাটাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে পঞ্চগড়ে দেশের পণ্য-ভিত্তিক সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী বাণিজ্য সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) এর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সোমবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টার সময় পঞ্চগড় শহরের পৌর এলাকার বানিয়াপট্টিতে জেলা শাখার সদস্যদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এর আগে বানিয়াপট্টি থেকে সংগঠনের সদস্য ও স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে বাজুসের পঞ্চগড় জেলা শাখার সভাপতি নবিন চন্দ্র বণিক ও সাধারণ সম্পাদক মধুসুধন বণিক রনি সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করে। একই সময় কেক কেটে মিষ্টি মুখের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন। এদিকে পঞ্চগড়ের দেবীগঞ্জ ও বোদা উপজেলায় রাত সাড়ে ৭টার সময় বাজুসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।