All Menu

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ঘোষণা দেওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দর‍্যালি

বিধান দাস, নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’ মন্ত্রীসভায় অনুমোদন হওয়ায় রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‌্যালি করেছে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ। বুধবার (১৪ জুন) বিকেলে জেলা আওয়ামী লীগ আয়োজিত আনন্দ র‌্যালিতে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, মহিলালীগসহ আওয়ামী লীগ এর সহযোগি সংগঠনের সহস্রাধীক নেতাকর্মী অংশ নেন। এ সময় গায়ে রঙ মেখে, পটকা ফাটিয়ে ব্যান্ডপার্টির বাদ্যের তালে তালে নেচে নেচে শহর প্রদক্ষিণ করে নেতাকর্মীরা। র‌্যালি শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিপক কুমার রায় এর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কুরাইশীসহ অন্যরা। এ সময় বক্তারা উন্নয়নের কারিগর, সফল রাষ্ট্রনায়ক, মাননীয় প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন এবং মন্ত্রীসভায় ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দেওয়ায় তাঁকে অভিনন্দন ও ঠাকুরগাঁওবাসির পক্ষ থেকে তাঁর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। শেষে একে অপরকে মিষ্টি মুখ করান নেতৃবৃন্দরা। উল্লেখ্য, গত ১২ জুন মন্ত্রী সভার বৈঠকে ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’ চুড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top